বর্তমান দলের তিনজনকে বাদ রেখে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। শোয়েব মালিক আগে থেকেই একাদশের বাইরে। তাকে ছেটে ফেলা নির্বাচকদের জন্য সহজই ছিলো। তবে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফরহাত এবং উইকেটরক্ষক আদনান আকমল পারফরমেন্সের জন্যই বাদ পড়েছেন।
১৫ সদস্যের দলে ফিরেছেন নাসির জামশেদ ও উইকেটরক্ষক সরফরাজ আহম্মেদ। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছেন জামশেদ। সন্দেহভাজন স্পটফিক্সার সাজিদ খানের কাছে এই ক্রিকেটারের ব্যাংক একাউন্ট এবং মোবাইল নম্বরও পাওয়া গেছে। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলার সুযোগ হয়নি পেসার জুনায়েদ খানের।
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেন,‘অল্প সময়ের মধ্যে এশিয়া কাপের জন্য সবচেয়ে ভালো একটি দল গড়ার চেষ্টা করেছি। ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন মালিক এবং এই সিরিজে তার জন্য জায়গা খুজে পাওয়া যায়নি। আমরা মিসবাহর সঙ্গে আলোচনা করেই দল নির্বাচন করেছি।’
পাকিস্তান স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, উমর আকমল, হাম্মাদ আজম, আসাদ শফিক, শহীদ আফ্রিদি, আজহার আলী, সরফরাজ আহম্মেদ, সাঈদ আজমল, আব্দুল রেহমান, উমর গুল, আইজাজ চিমা ও ওয়াহাব রিয়াজ।