মিসবাহদের কাছে আহত শিশুদের আর্তি: বিশ্বকাপ চাই

মিসবাহদের কাছে আহত শিশুদের আর্তি: বিশ্বকাপ চাই

mesbahaগতবছর ডিসেম্বরের ১৬৷ তালিবানি পাষণ্ডদের গুলিতে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুল ভেসেছিল রক্তে৷ স্তম্ভিত হয়েছিল বিশ্ব৷ স্তম্ভিত হয়েছিলেন তারাও৷ পাকিস্তানের ক্রিকেটাররা৷

১৩৫ জন ছাত্র-ছাত্রী নিহত হয়েছিল৷ আহত তার থেকেও বেশি৷ সেই আহত ছাত্র-ছাত্রীদের দেখতে হাসপাতালে গেলেন পাক ক্রিকেটাররা৷ বিশ্বকাপের জন্য দলে যারা সুযোগ পেয়েছেন, তাদেরই কয়েকজন গিয়েছিলেন এদিন৷ তার আগে সেই অভিশপ্ত স্কুলেও গিয়েছিলেন অধিনায়ক মিসবাহ-উল হক, শহিদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, উমর আকমলরা৷ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার পর তারা যান কমান্ডার হেডকোয়ার্টারে৷ নিহত শিশুদের অভিভাবকরা মিসবাহদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন৷

স্বাভাবিকভাবে ক্রিকেটাররাও বিহ্বল হয়ে যান৷ পরে আফ্রিদি টুইট করেন, ‘সাহসী চ্যাম্পিয়নদের স্যালুট জানাই৷’

হাসপাতালে মন খারাপ করা পরিস্হিতিতেও এক অনন্য অভিজ্ঞতা হয়েছে পাক ক্রিকেটারদের৷ কী সেই অভিজ্ঞতা? মুহম্মদ ইরফান বলেছেন, ‘এত কষ্টের মধ্যেও আহত শিশুদের আর্তি, আমরা যেন বিশ্বকাপ জিতে দেশে ফিরি৷’ শনিবার ক্রিকেটারদের সঙ্গে ছিলেন পাক বোর্ডের কয়েকজন কর্তাও৷ পাক বোর্ড ওই স্কুলের জন্য ৭৫ লক্ষ টাকা দিয়েছে৷

খেলাধূলা