বিশ্বের শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং আজ (৩ মার্চ, ২০১২) ওয়াশিংটন স্টেটের এভারেটে অবস্থিত তাদের কারখানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১,০০০তম বোয়িং ৭৭৭ বিমানের আবরণ উন্মোচন করেছে।
এ মাসের শেষে বিমানটির ডেলিভারি লাভ করলে এটি হবে এমিরেট্স বহরে ১০২তম বোয়িং ৭৭৭।
আবরণ উন্মোচন অনুষ্ঠানে ৫,০০০ এর অধিক বোয়িং কর্মচারী, সরবরাহকারী, সরকারি কর্মকর্তাবৃন্দ যোগদান করেন। সংযুক্ত আরব আমিরাত ও এমিরেট্স এয়ারলাইনের একটি যৌথ প্রতিনিধিদলও অনুষ্ঠানে উপস্থিত ছিল।
এমিরেটস্ এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘১,০০০তম বোয়িং৭৭৭ উড়োজাহাজটি লাভ করে আমরা সম্মানিত বোধ করছি। উন্নত প্রযুক্তি ও দূরপাল্লার এ বিমানগুলো এমিরেট্সকে সত্যিকার অর্থে একটি বৈশ্বিক বিমান সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তিনি আরো বলেন, “বর্তমানে এমিরেট্স বহর অন্যদের তুলনায় সর্বাধিকসংখ্যক বোয়িং ৭৭৭ বিমান দ্বারা সমৃদ্ধ। আমরা আরো ৯৩টি এ জাতীয় বিমানের অর্ডার পেশ করেছি- যা বিমানগুলোর প্রতি আমাদের আস্থার প্রতীক। আমরা বিশ্বাস করি, আগামী দিনের উপযোগী একটি বিমান বহর তইরতে এবং দুবাইকে অন্যতম বিমান ভ্রমণ হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে বিমানগুলো ভূমিকা রাখবে।’
এমিরেটস্ বর্তমানে বিশ্বের ১২২টি শহরে ফ্লাইট পরিচালনা করছে এবং ইন্টারন্যাশনাল রেভিনিউ প্যাসেঞ্জার কিলোমিটার হিসেবে বিশ্বের সর্ববৃহৎ এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এমিরেটস্ গত ১ মার্চ বোয়িং ৭৭৭ সিরিজের একটি মালবাহী বিমানের ডেলিভারিও গ্রহণ করছে।