প্রথম টাইজেন ফোন ভারতে আনল স্যামসাং

প্রথম টাইজেন ফোন ভারতে আনল স্যামসাং

1421340696ভারতের বাজারে জেড-১ স্মার্টফোন দিয়ে টাইজেন অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু করল স্যামসাং। গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে প্রতিযোগিতা করতে নিজস্ব অপারেটিং সিস্টেম নির্ভর পণ্য বাজারজাত করছে স্যামসাং। বাজারে আসা জেড-১ স্মার্টফোনটির দাম স্বল্প আয়ের ক্রেতাদের কথা মাথায় রেখেই  নির্ধারণ করা হয়েছে। ভারতে ফোনটি ৯০ মার্কিন ডলারে পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাত হাজার টাকা।
নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে স্যামসাং জানিয়েছে, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা শুধু ফোনেই নয়, বিভিন্ন ইন্টারনেট সংযোগ সুবিধার পণ্যে ব্যবহার করা যাবে। বাড়ির লক সিস্টেম থেকে শুরু করে ভবিষ্যতে পরস্পর যোগাযোগে সক্ষম এমন স্মার্ট ওয়াচেও এই ওএস ব্যবহার করা যাবে।
বেশ কয়েক বছর থেকে স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন চালিত স্মার্টফোন নিয়ে আলোচনার পর এবারই প্রথম ক্রেতাদের হাতে পৌঁছল ফোনটি। এর আগে রাশিয়ার বাজারে টাইজেন চালিত স্মার্টফোন ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এর আগে স্যামসাং ঘোষণা করেছিল ২০১৫ সালে তাদের সব টিভিতে টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিনোদন