পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান বলেছেন, এ বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে পাকিস্তান তাদের ‘হোম সিরিজ’ ভারতের মাটিতে খেলার সম্ভাবনা পুরোপুরি বাতিল করছে না। আর্থিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তার ন্যায্য পাওনা পেলে, ভারতের মাটিতে নিজেদের ‘হোম সিরিজ’ খেলতে আপত্তি নেই পাকিস্তানের।
আগামী ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজ মাঠে একটি সিরিজ আয়োজন করতে চায়- ভারতের গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে প্রশ্নের জবাবে শাহরিয়ার এ কথা বলেন
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার বলেন,‘ এ বিষয়ে তারা আনুষ্ঠানিক ভাবে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, তবে আমরাও এ বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) অনুযায়ী দুই বোর্ডের মধ্যকার ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের প্রথমটি আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে।’
তিনি আরো বলেন,‘এমওইউ অনুসারে প্রথম সিরিজটি হবে আমাদের ‘হোম সিরিজ’ যা নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত বলে উল্লেখ করা আছে।’