হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। বুধবার দুপুর সাড়ে ১২টায় এগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারি কমিশনার উম্মে নাহিদা আক্তার এ তথ্য জানান।
তিনি জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি০৪৬ নম্বর ফ্লাইট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন প্রায় ১৪ কেজি। উড়োজাহাজের কার্গোহোলে তল্লাশি চালিয়ে সোনাগুলো উদ্ধার করা হয়। কালো কাপড়ে সেলাই করে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান উম্মে নাহিদা।