সড়ক দুর্ঘটনার ব্যাপার নিয়ে গণমাধ্যমকে একহাত নিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল অলোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
ইনু বলেন, গণমাধ্যমের কিছু মানুষের ওকালতির কারণে সড়ক দুর্ঘটনা বাড়ে। দেখা যায় একজন ঘাতককে ছাড়ানোর জন্য তারাও তদবির করে। আর এ সকল ঘাতকরা তদবিরের মাধ্যমে ছাড়া পেয়ে আবার সড়কে গাড়ি নিয়ে বের হয়। আবার নতুন দুর্ঘটনা ঘটায়।
তিনি আরো বলেন, আমাদের বর্তমান প্রশাসন তদবির কেন্দ্রিক। তদবির ও দুর্নীতির কারণে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেক বেশি। দুর্ঘটনা রোধে আগে প্রশাসনকে ঠিক হতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রশাসন কোনো গাড়ি আটকালে যেকোনো রাজনৈতিক নেতা ফোন দিয়ে তদবির করে ছেড়ে দেয়ার জন্য, আর প্রসাসনও তাই করে। কিন্তু প্রশাসনকে তদবির শোনা বন্ধ করতে হবে। না হলে সড়ক দুর্ঘটনা বন্ধ করা যাবে না।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি শারিফ রফিকুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, অধ্যাপক রাজীব মীর সেন প্রমুখ।