নিরুদ্দেশ সম্পর্কে ফেসবুক ঘোষণা

নিরুদ্দেশ সম্পর্কে ফেসবুক ঘোষণা

facebookএবার আর নিরুদ্দেশ সন্তানের খোঁজ চেয়ে কাগজে বিজ্ঞাপন ছাপাতে হবে না। কিংবা জায়গায় জায়গার প্রিন্টেড হ্যান্ড বিল বিলি করতে হবে না। বরং এই কাজটি করার জন্যে এগিয়ে আসছে ফেসবুক। প্রাথমিকভাবে আমেরিকাতেই এই পরিষেবা চালু করবে ফেসবুক সংস্থা। অ্যাম্বর অ্যালার্ট নামের এই পরিষেবা হারিয়ে যাওয়া শিশুদের খুঁজতে সাহায্য করবে বলেই জানিয়েছে ফেসবুক।

আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের সঙ্গে যৌথভাবে কাজ করছে ফেসবুক। কোনও অঞ্চলে কোনও বাচ্চা হারিয়ে গেলে সেই অঞ্চলের ফেসবুক ইউজারদের মোবাইলে অ্যালার্ট পাঠানো হবে ফেসবুকের তরফ থেকে। এমনিতে এখনই ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে অনেকেই নিরুদ্দেশ বাচ্চাদের ছবি এবং খবর ভাগ করে নিচ্ছেন চেনা পরিচিতদের সঙ্গে। সেই প্রয়াসে আরও এক ধাপ অগ্রসর হতেই অ্যাম্বর অ্যালার্ট চালু করার দিকে এগোচ্ছে ফেসবুক।

বিজ্ঞান প্রযুক্তি