রাজধানীর মিরপুরের ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
বুধবার দুপুর ২টার পর সেখানে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে এলাকাবাসী। এরপর এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে সেখানে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে চারদিক।
নিরাপত্তাকর্মীরা জানান, ওইখানে ২০০টির ওপরে দোকান রয়েছে। এরমধ্যে ১২০টি দোকান এখন পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে। আর আগুনের সূত্রপাত হয়েছে পশ্চিম দিক থেকে।