আফগানিস্তানে গত মাসে মার্কিন বিমানঘাঁটিতে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ৫ সেনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে আফগান-মার্কিন যৌথ তদন্ত কমিটি। এছাড়া ৬ মার্কিন সেনা কর্মকর্তাকেও একই অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হতে পারে বলেও খবর পাওয়া গেছে।
যদিও এ ঘটনায় তদন্ত এখনো অব্যাহত রয়েছে। ঠিক কবে ওই যৌথ কমিটির তদন্ত রিপোর্ট দেবে তা এখনো জানা যায়নি।
নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কমকর্তা এ প্রসঙ্গে বলেন, জ্যেষ্ঠ আফগান ও মার্কিন সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত ওই তদন্ত কমিটি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অবমাননার জন্য দোষীদের শাস্তি দিতে বদ্ধপরিকর। কারণ এ ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর যে সম্পর্কের অবনতি ঘটেছে তাও পূরণ করতে এই বিচার জরুরি বলে মনে করছে তারা। তবে আমেরিকান কোনো সেনা বা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি কোনো বিচারিক ব্যবস্থা নিলে তা অবশ্যই মার্কিন সেনা আইনে হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি আফগানিস্তানে মার্কিন সেনাঘাঁটিতে কোরআন পোড়ানোকে কেন্দ্র করে পুরো দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আফগান নিহত হয়। এছাড়া চোরাগোপ্তা হামলায় গুলিতে ৪ মার্কিন সেনাসহ ২ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয়।