আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, “প্রতিবেশী দেশসমূহের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্পর্কের গুরুত্বের বিষয়টি বলে শেষ করা যাবে না। এটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”
মঙ্গলবার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জন কেরি বলেন, “এখন দু’দেশের মধ্যে একটা কঠিন সময় চলছে। ঐতিহাসিক সমঝোতার জন্য অনেক সময় দেয়া প্রয়োজন। সংলাপের মাধ্যমে দু’দেশের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে হবে।”
পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, “আন্তর্জাতিক প্রভাবশালী মিত্র হিসেবে আমেরিকার চাইলে ভারতকে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে পারে। লাইন অব কন্ট্রোলে সাম্প্রতিক সময়ের গুলি বিনিময়ের ঘটনার কারণেই দুই-দেশের পররাষ্ট সচিব পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে।”-ডন।