রোনাল্ডোকে বর্ষসেরা বেছে নেওয়ার পিছনে ৫ কারণ

রোনাল্ডোকে বর্ষসেরা বেছে নেওয়ার পিছনে ৫ কারণ

ronaldobalondবিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের কোনো সদস্যকে নিয়মানুযায়ী ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম অনেকদিন আগেই হিমঘরে তুলেছে ফিফা৷ গত পাঁচ বছরে এই খেতাব গিয়েছে মেসি বা রোনাল্ডোরই দখলে৷ তৃতীয় ফুটবলার সেখানে থেকেছেন দর্শকেরই ভূমিকায়৷ এই নিয়ে ফিফাকে একহাত নিতেও ছাড়েননি প্রাক্তনরা৷ এত সমালোচনা সত্ত্বেও এবছরও ব্যালন ডি’অর অনুষ্ঠানে কোনো চমক নেই৷ খেতাব গিয়েছে সিআরসেভেন-এর দখলেই৷ তবে কেন টানা দ্বিতীয় বছরের জন্য বর্ষসেরা ফুটবলারের তকমা পেলেন রোনাল্ডো৷

সেই কারণগুলি একবার দেখা যাক-

১. রিয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব (লা ডেসিমা) এনে দেওয়ার পিছনে রোনাল্ডোর ভূমিকা ছিল অপরিসীম৷ এক মরশুমে মেসির সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ভেঙেছিলেন রোনাল্ডো ১৭টি গোল করে৷

২. লা ডেসিমা জেতার পর স্প্যানিশ লিগেও গোলের বন্যা বইয়ে দিয়েছেন সিআরসেভেন৷ গত মরশুমে চার চারটি হ্যাটট্রিক রয়েছে তার৷

৩. পাওলেতাকে টপকে পর্তুগালের সর্বোচ্চ গোলস্কোরার এখন রোনাল্ডো৷ আন্তর্জাতিক ফুটবলে ৫২টি গোল রয়েছে তার৷

৪. তিনটি বিশ্বকাপের মূলপর্বেই গোল রয়েছে রোনাল্ডোর৷ যা আগে কোনও পর্তুগিজ ফুটবলার করে দেখাতে পারেননি৷

৫. রিয়ালের ঘরের মাঠ বার্নাবিউতে এককথায় গত বছর অপ্রতিরোধ্যই ছিলেন রোনাল্ডো৷ প্রতিটি ম্যাচেই প্রায় গোল পেয়েছেন তিনি৷ ১৪ ম্যাচে ২৩টা গোল করেছেন রোনাল্ডো৷

খেলাধূলা