মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে বয়রাগাদি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ সময় ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বয়রাগাদি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিল্লাল হোসেন, ময়না মিয়া ও তৈয়ব মেম্বারসহ অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন গাজী অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, সম্মেলনের সভাপতি প্রার্থী হয়েছেন আলাউদ্দিন গাজী ও মাসুদ করিম অংকুর এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন বিল্লাল হোসেন ও আব্দুস শহীদ।
সম্মেলন চলাকালে সাধারণ সম্পাদক পদ নিয়ে ঝামেলা সৃষ্টি হলে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন।এতে সম্মেলন পণ্ড হয়ে যায়।
এ প্রসঙ্গে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্মেলনের প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানান, সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর ২টি ওয়ার্ড কমিটি নিয়ে আলোচনাকালে দু’পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।
তবে তিনি এ ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার না করার জন্য এ প্রতিবেদককে পরার্মশ দেন।