বিশ্বসেরা টি-২০ অলরাউন্ডার সালমা

বিশ্বসেরা টি-২০ অলরাউন্ডার সালমা

salma cতিন ঘরানার ক্রিকেট র্যাং কিংয়েই বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক এখন সাকিব।

পিছিয়ে নেই বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। সাকিব আল হাসানের পর এবার বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। বিশ্বের নারী ক্রিকেটারদের মধ্যে টি-২০ অলরাউন্ডার হিসেবে শীর্ষে রয়েছেন সালমা খাতুন। শুধু অলরাউন্ডারই নয়, টি-২০ বোলারদের তালিকায়ও শীর্ষে রয়েছেন সালমা।

টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ২৯১ রেটিং পয়েন্ট নিয়ে সালমা রয়েছেন শীর্ষে। তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার শশীকলা সিরিবর্ধনে ও আয়ারল্যান্ডের ইসাবেল জয়সিকে। ২৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শশীকলা দ্বিতীয় এবং ২৮৪ পয়েন্ট নিয়ে জয়সি রয়েছেন তৃতীয় স্থানে।

এছাড়া টি-২০ বোলারদের তালিকায় ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সালমা। এক পয়েন্ট কম অর্থাৎ ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের মর্নে নিয়েলসেন এবং ৬৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখলে রেখেছেন ইংল্যান্ডের ড্যানিয়েলে হ্যাজেল।

খেলাধূলা