`অযৌক্তিক কর্মসূচি দিয়ে বিএনপি রাজপথ উত্তপ্ত রাখার খেলায় মেতেছে`

`অযৌক্তিক কর্মসূচি দিয়ে বিএনপি রাজপথ উত্তপ্ত রাখার খেলায় মেতেছে`

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন `নানা অযৌক্তিক কমসূচি দিয়ে বিএনপি রাজপথ উত্তপ্ত রাখার খোলায় মেতেছে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখান করবে`

শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পূর্ব-খুকশিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলন, Ôজাতীয় সংসদ কার্যকর থাকা সত্বেও বিরোধী দল বিনা কারণে অধিবেশন বর্জন করে জনগণের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছে। সংসদে একটানা অনুপস্থিত থেকে নানা অযৌক্তিক কর্মসূচি দিয়ে রাজপথ উত্তপ্ত করার যে খেলায় বিএনপি নেমেছে, তা জনগণ প্রত্যাখান করবেÕ।

আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়। দেশবাসীর বিপুল সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মহাজোট সরকার বর্তমানে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে লিপ্ত।

সরকারের বিভিন্ন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিরোধী দল অযৌক্তিকভাবে আন্দোলনের নামে জনভোগান্তি বাড়াচ্ছে বলে নাসিম মন্তব্য করেন।

পূর্ব-খুকশিয়া স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি মোহাম্মাদ জুয়েলের সভাপতিত্বে জনসভায় প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, আবু ইউসুফ সূর্য, মোজাম্মেল হোসেন সরকার বকুল, সোহরাব হোসেন, রেফাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, আল আমিন প্রমুখ বক্তব্য দেন।

রাজনীতি শীর্ষ খবর