দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজিরা দিচ্ছেন না বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি সাবেক এমপি ইলিয়াস আলী।
রোববার সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (মমতাজ মহল, ৩৯৭, নবাব রোড) হাজির হওয়ার জন্য এম ইলিয়াস আলীকে অনুরোধ জানিয়েছিল দুদক।
তবে এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এম ইলিয়াস আলী দুদকে হাজির না হলেও আইনজীবীর মাধ্যমে তার এক বা একাধিক প্রতিনিধি হাজির হচ্ছেন দুদকে।
উল্লেখ্য বিএনপির সিলেট অভিমুখী রোড মার্চে ১ কোটি ২০ লাখ টাকা চাঁদা আদায় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে সুষ্ঠ তদন্তের স্বার্থে দুদকে হাজির হওয়ার অনুরোধ জানায়। এমনকি নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশটিতে উল্লেখ করা হয়।
এদিকে ইলিয়াস আলীর বিরুদ্ধে দুদকের নোটিশ জারি নিয়ে সিলেট বিএনপিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা ও মহানগর বিএনপি রোববার বিকেলে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।