বাবার কবরের পাশে সমাহিত হবেন চাষী নজরুল

বাবার কবরের পাশে সমাহিত হবেন চাষী নজরুল

chashi nazrulখ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে তার বাবা মোসলেম উদ্দিনের কবরের পাশে সমাহিত করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মরহুমের লাশ তার পৈত্রিক বাড়ি শ্রীনগরের সমষপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

এদিকে তার প্রথম জানাজা সোমবার সকাল ১১টায় নগরীর এফডিসিতে অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বিকেলে মুন্সীগঞ্জে তার নিজগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

রোববার ভোর পাঁচটা ৫১ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদক বিজয়ী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিনোদন