সুবিধা-বঞ্চিত শিশুদের পাশে মেসি-সেরেনা

সুবিধা-বঞ্চিত শিশুদের পাশে মেসি-সেরেনা

messi serenaপ্রায় ৫৮ মিলিয়ন সুবিধা-বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবেন ফুটবল জগতের সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ও টেনিস জগতের অন্যতম সেরা তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। মূলত খেলাধুলা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সুবিধা-বঞ্চিত শিশুরা যেন প্রতিভা বিকাশ করতে পারে সেজন্য কাজ করবেন তারা।

দুই জগতের এই দুই তারকা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করবেন।

বর্তমান ফুটবল জগতের সেরা তারকা বলা হয় মেসিকে। আর টেনিসে মহিলা এককের সেরা তকমা ইতোমধ্যে গায়ে এঁটেছেন সেরেনা। কিন্তু খেলাধুলার বাইরেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সময় ব্যয় করেন তারা। কারণ ইউনিসেফের শুভেচ্ছা দূত তারা।

এবার বিশ্বের প্রায় ৫৮ মিলিয়ন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবেন মেসি-সেরেনা জুটি। আর বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় পাঁচ লাখ শিশুর জন্যও কাজ করবেন তারা।

মূলত খেলাধুলা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা যেন প্রতিভা বিকাশ করতে পারে সেজন্য কাজ করবেন মেসি ও সেরেনা। ওয়ান ইলেভেন ক্যাম্পেনেও তারা অংশ নিবেন।

যৌথভাবে এই ক্যাম্পেন পরিচালনা করছে ইউনিসেফ, বার্সেলোনা ফাউন্ডেশন ও রিচ আউট টু এশিয়া। আগামী শুক্রবার বার্সেলোনা ফাউন্ডেশনের সাথে এ প্রচারণা চালু করবে ইউনিসেফ।

এমন সামাজিক কাজে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় খুশি মেসি ও সেরেনা। মেসি বলেন, “এটি অনেক বড় ও মহৎ কাজ। এমন সুযোগ আমার জন্য অনেক বড় সম্মানের।”

আর সেরেনা বলেন, “শিশুদের সাথে সময় কাটাতে আমি বেশ পছন্দ করি। ইউনিসেফের মাধ্যমে শিশুদের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। এ সময় শিশুদের জন্য আমার যা করা দরকার আমি তাই করবো।”

খেলাধূলা