গয়েশ্বর আলালের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

গয়েশ্বর আলালের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

alal11গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

রবিবার শাহাবাগ থানায় দায়ের করা মামলায় আলালকে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এবং চকবাজার থানার মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।  রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে আদালক পৃথক এ আদেশ দেন।

এদিকে, তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য,  ২৫ ডিসেম্বর ভোরে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয় এমপি ছবি বিশ্বাসের উপর হামলা মামলার আসামী দেখানো হয় এবং ২৭ ডিসেম্বর রাতে লালমাটিয়ার বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ।

অন্যান্য