বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে রয়েছে ১৫টি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, প্রধান কার্যালয় কিংবা শাখা অফিস।
রাজধানীর অভিজাত এলাকার এই ব্যস্ততম সড়কটি হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় পাড়া। মূল সড়কের পাশে কিংবা গলিতে বিভিন্ন টাওয়ারে ফ্লোর ভাড়া করেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী রাজধানীর আবাসিক এলাকাগুলো থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। এছাড়াও নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
অথচ বনানীতে এই সড়কের পাশের ভবনগুলোতে রয়েছে বেশ ৭টি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। যার সবক’টিই ভাড়া করা ফ্লোরে।
কামাল আতাতুর্ক এভিনিউর একটি ভাড়া বাড়িতে চলছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস।
সিটি ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস চলছে ৪০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের বুলু ওসেন টাওয়ারের কয়েকটি ফ্লোর ভাড়া নিয়ে।
ব্লক এফ এ ১ নং রোডের ৬ নং বাড়িটি ভাড়া নিয়ে চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস।
রোড নং ১৮‘তে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বনানীর বিভিন্ন রাস্তায় রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি ক্যাম্পাস। কামাল আতাতুর্ক এভিনিউয়ের মূল রাস্তার পাশেই দুটি বির্ল্ডিংয়ের ফ্লোর ভাড়া নিয়ে চলছে এ বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাস।
৪২ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ইকবাল সেন্টারের ১১ তলায় রয়েছে ইউনিভার্সিটির রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা।
এইচবিআর টাওয়ারে রয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয় বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের মূল ক্যাম্পাস নিয়ে আসলেও বনানী থেকে এখনো সরায়নি পুরাতন ক্যাম্পাস।
৭৬ ও ৭৮ নং বাড়িতে ভাড়া নিয়ে চলছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার মূল ক্যাম্পাস।
৮৩/বি কামাল আতাতুর্ক এভিনিউয়ে ভাড়া বাড়িতে চলছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রশাসনিক অফিস। বনানীর ৩ ও ৪ নং রোডে রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮টি ক্যাম্পাস।
এছাড়াও বনানীতে ক্যাম্পাস রয়েছে অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশসহ আরো বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।
এদের মধ্যে ভিক্টোরিয়া এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়কে ২০১১ সালের ১৯ আগষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মান সম্ভব না হলে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়।
কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয়গুলো নিয়মবর্হিভুতভাবে চালিয়ে যাচ্ছে তাদের এসব ক্যাম্পাস। প্রতিদিন সকাল হলেই এই সড়কে দেখা যায় অসংখ্য শিক্ষার্থীর আনাগোণা। এদের মধ্যে প্রায়ই ঘটছে অনাকাক্সিখত সব ঘটনা।
শনিবার বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত হন ২৫জন শিক্ষার্থী। ভাংচুর হয় বিভিন্ন ভবন।
একটি আবাসিক এলাকার জন্য যা একেবারেই অনাকাঙ্খিত।