প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এইচ এম এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এইচ এম এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রী  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সংগে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ. এম. এরশাদ।

শনিবার রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এই দুই নেতার মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র জানান দুই নেতার মধ্যে বৈঠকে এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ নিয়ে কথা উঠে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়ে গেছে। এখন আর এই ব্যবস্থায় ফিরে যাওয়া সম্ভব না। তবে সংসদের প্রতিনিধিরা অন্তবর্তীকালীন সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।’

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিরোধী দলের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের ব্যাপারে রুপরেখা প্রস্তাব আনা হলে সেটা নিয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

শেখ হাসিনা ও এরশাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ১৪ মার্চ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে জাতীয় পার্টিকে যোগ দেওয়ার আহবান জানানো হয়।

আওয়ামী লীগ সভাপতির আহবানের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগকে একটি মেয়র পদ জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার জন্য আহবান জানান।

এরশাদ বলেন,‘ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে একটির মেয়র পদ জাতীয় পার্টিকে ছেড়ে দিন।’ তবে এরশাদের এই দাবির ব্যাপারে শেখ হাসিনা কোন সাড়া দেননি। এরশাদও মহাসমাবেশের ব্যাপারে কোন কথা বলেননি বলে সূত্র জানায়।

গত বৃহস্পতিবার ১৪ দলের বৈঠক থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ১৪ দলের মহাসমাবেশে জাতীয় পার্টিকে অংশ নেওয়ার জন্য এইচ এম এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিনকে ফোন করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারণেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য তাকে ডেকেছিলেন বলে জানা যায়।

শনিবার রাত ৮টা  থেকে ৯টা পর্যন্ত গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এইচ এম  এরশাদের সঙ্গে জাতীর পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর