ইসলামী বিশ্ববিদ্যালয় ফের বন্ধ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয় ফের বন্ধ ঘোষণা

iuখোলার ২ দিনের মাথায় আবারো কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের শনিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের  ১২৭তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, ৩৭ দিন বন্ধ থাকার পর ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হল এবং ৮ জানুয়ারি ক্লাস শুরু হয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের মধ্য গুলিবিনিময় ও সংঘর্ষ বাধে। এতে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

ফলে সন্ধ্যায় ক্যাম্পাসে ভিসির সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। অবরোধ কর্মসূচির মধ্যেও ক্যাম্পাসে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হলে উঠে। কিন্তু ক্লাস শুরুর এক দিনের মাথায় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে দূর-দূরান্তের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তবে এ সময় বিশ্বদ্যিালয়ের অফিসের কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীর বাসে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় ব্যাপাক বাস ভাংচুর ও পুড়িয়ে দেয়ার ঘটনার পর ক্যাম্পাস বন্ধ করা হয়। ৩৭দিন বন্ধ থাকার পর ৮জানুয়ারি ক্লাস শুরু হয়।

অন্যান্য