চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাদের সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলের আন্দোলনের বিপরীতে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার পাশাপাশি দল গোছানোরও পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল রাতে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে চলমান পরিস্থিতি ও সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী জানিয়েছেন, এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ নন উল্লেখ করে তিনি বলেন, তিনি চাইলেই বাসায় ফিরতে পারেন। তা না করে তিনি নাটক করছেন। আওয়ামী লীগ সভানেত্রী দলের নেতাদের জানিয়েছেন, আন্দোলনের নামে বিরোধী জোট যাতে মাঠ দখল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। বৈঠকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্ব নির্ধারিত ১০ই জানুয়ারির সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। আগামী ১২ই জানুয়ারি সমাবেশের অনুমতি নেয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। বৈঠক সূত্র জানায়, বিশ্ব ইজতেমায় ঢাকায় ব্যাপক লোক সমাগম হওয়ায় জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এখন থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে সাংগঠনিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফর উল্লাহ, নূহ-উল-আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।