চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় বৃহস্পতিবার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের এমন আদেশে বেশ বিপাকে পড়েছেন বাগেরহাটের এই তারকা। তার বিশ্বকাপ খেলাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার বিকল্প চিন্তা করছে।
আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবে বোর্ড। এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়, আদালতের উপর আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। সেক্ষেত্রে রুবেল জামিন না পেলে বিশ্বকাপে তার বিকল্প চিন্তা করবে বিসিবি।
এ দিকে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আসলে এ বিষয়ে নির্বাচকদের কিছু করার নেই। বিষয়টা পুরোপুরি বিসিবির। রুবেলের বিষয়ে শিগগিরই বিসিবি সিদ্ধান্ত নেবে। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। প্রয়োজনে তার বিকল্প চিন্তা করব।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, যেহেতু বিষয়টা এখনো বিচারাধীন সেহেতু এখানে আমাদের কিছুই করার নেই। বিষয়টা রুবেলের একান্ত ব্যক্তিগত। তাই আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। বিসিবিও কিছু করতে পারে না। রুবেলের বিষয়ে বিসিবিতে আলোচনা হবে। তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেই সিদ্ধান্তটা বিসিবি দ্রুতই নেবে।
এদিকে গেল রোববার ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ জনের মধ্যে রুবেল হোসেনও ছিলেন। তার বিকল্প হিসেবে অবশ্য একজন স্ট্যান্ডবাই পেসারও রেখেছেন। বিসিবি সূত্রে জানা যায়, তিনি পেসার শফিউল ইসলাম। শেষ পর্যন্ত রুবেলকে পাওয়া না গেলে শফিউল সুযোগ পেতে পারেন স্কোয়াডে।