প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। এখানে জনগণের মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সবসময় বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।
তিনি বলেন, আমারা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় আমরা ১১৯০ ডলারে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। অনেক ঝামেলার মধ্যেও আমাদের অর্থনীতির চাকা এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমি নিরেট বাংলা সাহিত্যের ছাত্রী। আমি অথর্নীতির কিছুই বুঝি না। শুধু বুঝি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, তাদের দারিদ্র বিমোচন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।