আওয়ামী লীগ ও বিএনপির তুলনামূলক জনসমর্থন যাচাইয়ের ফর্মুলা বাতলে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের তিনি ‘সূত্র’ দেন।
বিএনপিকে মিডিয়া বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করে মায়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এক সপ্তাহ আপনারা বিএনপির সংবাদ দিয়েন না, আমাদেরটাও দিয়েন না। দেখেন, জনগণ কোন দিকে যায়। এদেরকে (বিএনপি) আর পাওয়া যাবে না।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে মায়া বলেন, ‘আপনার কর্মসূচির দামও নাই, প্রভাবও নাই। জনগণকে নাটকের মাধ্যমে বিভ্রান্ত করবে না। অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষকে আর কষ্ট দেবেন না।’
তিনি বলেন,‘ বিশ্ব ইজতেমা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে না পারে সেজন্যই খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাচ্ছেন। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই পাপের প্রায়শ্চিত্ত খালেদাকে করতেই হবে।’
অবরোধে যারা গাড়ি পোড়াচ্ছে তারা তারেক রহমানের বেতনভুক্ত সন্ত্রাসী এমন দাবি করে মায়া বলেন, ‘এদের কোনো ভাল কাজে দেখা যায় না। এরা শুধু গাড়ি পোড়ায়। এরা হাওয়া ভবনের সন্ত্রাসী।’
মায়া বলেন, ‘খালেদা জিয়াকে এখন আর মানুষ সম্মান করে না। তাকে এখন মানুষ মানুষখেকো মনে করেন।’
এসময় অবরোধ প্রত্যাখান করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান মায়া।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল থেকেই অবস্থান করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।