চার সন্তানের জন্ম দিক প্রতি হিন্দু নারী

চার সন্তানের জন্ম দিক প্রতি হিন্দু নারী

moharajহিন্দুত্বের জিগিরে ফের অস্বস্তি বাড়ল মোদি সরকারে। ‘ঘর ওয়াপসি’ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তোপের মুখে নমো, তার মধ্যেই বিতর্কিত মন্তব্য করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন চাপে ফেললেন তার দলেরই সাংসদ সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশের উন্নাও-এর সাংসদ সাক্ষী মহারাজের বক্তব্য, সব হিন্দু মহিলার অবশ্যই উচিত কমপক্ষে চারটি সন্তানের জন্ম দেওয়া।

মঙ্গলবার মীরাটে সন্ত সমাগম মহোৎসবের একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “চার স্ত্রী ও ৪০টি সন্তানের ধারণা এ দেশে চলতে পারে না। তবে এখন সময় এসেছে, হিন্দুদের নিজেদের সম্প্রদায়কে রক্ষা করার। তার জন্যই প্রতি হিন্দু মহিলাকে অবশ্যই চারটি করে সন্তানের জন্ম দিতে হবে।”

বিপুল হারে বেড়ে চলা জনসংখ্যা কমাতে একাধিক কর্মসূচির মধ্যে খোদ আইনরক্ষকের মুখে এমন কথা কপালে ভাঁজ ফেলেছে অনেকেরই।

এর পাশাপাশি, কাউকে ধর্মান্তরিত করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন সাক্ষী মহারাজ। তবে ‘ঘর ওয়াপসি’ বা পুর্নধমান্তকরণকে এক সারণীতে ফেলতে রাজি নন তিনি। তার আরও দাবি শিগগিরই সংসদে গো-হত্যা ও ধর্মান্তকরণে মৃত্যুদণ্ডের বিধান এনে আইন পাশ হবে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে কোনো শক্তি বাধা দিতে পারবে না বলেও হুঙ্কার ছেড়েছেন এই সাংসদ। ভারত হিন্দুদের দেশ ছিল, বর্তমানে তাই আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে বলেও জানিয়েছেন সাংসদ।

সপ্তাহ খানেক আগেই ‘ঘর ওয়াপসি’র মূল মাথা ধর্ম জাগরণ সমিতির নেতা রাজেশ্বর সিংকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠায় আরএসএস। মোদি নিজেও ধর্মীয় গোঁড়ামি ছেড়ে উন্নয়নের দিকে মন দেওয়ার কথা বলেছেন। তবু হিন্দুত্বের হুঙ্কার যে নমোর পিছু ছাড়ছে না, তা আবারও স্পষ্ট হলো।

 

অন্যান্য