চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছেন তিনি ৷ তবুও সিআর সেভেনকে টপকে গেলেন মেসি ৷ কীভাবে ? বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন বার্সেলোনার মহাতারকা ৷
ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) নতুন তালিকা অনুয়ায়ী মেসির বাজারমূল্য প্রায় ২২ কোটি ইউরো। পর্তুগিজ তারকা রোনল্ডোর দাম ধরা হয়েছে অনেক কম, ১৩ কোটি ৩০ লাখ ইউরো।২০০৯ সাল থেকে দেড় হাজারের বেশি দলবদলের তথ্যভাণ্ডারের ওপর ভিত্তি করে এই হিসেবে দিয়েছে সিআইইএসের গবেষকরা। প্রতিষ্ঠানটির হিসেবে মেসির বাজারমূল্য রোনালদোর চেয়ে ৮ কোটি ৭০ লাখ ইউরো বেশি।
গত জুনের তুলনায় মেসি আর রোনাল্ডো দুজনেরই মূল্য বেড়েছে। মেসির বেড়েছে ৪০ লক্ষ ইউরো। আর রোনাল্ডোর মূল্য ১১ কোটি ৪০ লক্ষ থেকে বেড়ে হয়েছে ১৩ কোটি ৩০ লক্ষ। সিআইইএস-এর এই র্যাঙ্কিং শুধু মাঠের খেলার ওপরই নির্ভর করে না; বয়স, ক্লাবের সঙ্গে ফুটবলারের চুক্তির অবস্থা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাও নিয়ামক হিসেবে ধরা হয়।