মহানবী (সা.)-কে ব্যঙ্গ করার প্রতিশোধ নিয়েছি

মহানবী (সা.)-কে ব্যঙ্গ করার প্রতিশোধ নিয়েছি

parisমহানবী (সা.)-কে ব্যঙ্গ করার প্রতিশোধ নিয়েছি। ফ্রান্সের প্যারিসে পত্রিকা অফিসে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যার পর চিৎকার করে এ কথা বলতে থাকে বন্দুকধারীরা।

বুধবার প্যারিসে শার্লি এবদু নামের ব্যঙ্গপত্রিকা অফিসে হামলা চালায় দুজন বন্দুকধারী। সবশেষ খবর অনুযায়ী, এতে নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা, চারজন কার্টুনিস্ট এবং পত্রিকার সম্পাদক রয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্যারিস পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বের হয়ে যাওয়ার সময় উচ্চ স্বরে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয়। তারা বলতে থাকে, ‘মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করার প্রতিশোধ নিয়েছি।’

২০১১ সালের নভেম্বর মাসে হজরত মুহম্মদ (সা.)-এর একটি ব্যঙ্গপ্রতিচ্ছবি প্রকাশ করে শার্লি এবদু। তখন এ নিয়ে বিশ্ব জুড়ে মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করে।

এ ছাড়া শার্লি এবদু কার্যালয়ের পাশের ভবনে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, গুলি চালানোর সময় কয়েকবার ‘আল্লাহু আকবর’ ধ্বনি শুনেছেন তিনি। ভবনের ছাদ থেকে ওই ব্যক্তি বন্দুকধারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, হামলার পর কালো পোশাকে পুরো শরীর ঢাকা দুজন বন্দুকধারী বাইরে অপেক্ষমাণ প্রাইভেটকারে করে চলে যাচ্ছে। ভিডিও থেকে বোঝা যাচ্ছে, হামলাটি ছিল পরিকল্পিত। শার্লি এবদুর অফিসে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় দুজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রথমে মনে করা হচ্ছিল, দুজন বন্দুকধারী হামলায় চালিয়েছে। এখন জানা গেছে, দুজন নয়, হামলায় অংশ নেয় তিনজন।

তবে হামলাকারীদের এখনো ধরতে পারেনি পুলিশ। তাদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে প্যারিসে হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, এই হামলা ‘অসুস্থতার’ প্রমাণ।

আন্তর্জাতিক