গণতন্ত্রে বোমা নিক্ষেপ ও উস্কানির কোন মাফ নেই-তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বোমা নিক্ষেপ ও নাশকতার উস্কানি দেয়া থেকে বিরত রাখলে গণতান্ত্রিক অধিকার খর্ব হয় না বরং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়। গণতন্ত্রে বোমা নিক্ষেপকারী ও এর উস্কানিদাতার কোন মাফ নেই।
বিএনপি আহূত অবরোধ চলাকালে ফেনীতে বোমা হামলায় মারাত্মকভাবে আহত স্কুল ছাত্র অনীককে দেখার পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন হাসানুল হক ইনু। এসএসসি পরীক্ষার্থী অনীকের দুটো চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনীকের মাতা, সংসদ সদস্য শিরীন আখতার, ঢামেক এর পরিচালক এবং কর্তব্যরত চিকিৎসকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘আর কত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা আগুনে পোড়লে তার দিলে রহম আসবে’ ।
প্রেস রিলিজ-২
সম্প্রচার কমিশন ও আইনের খসড়া প্রণয়নে সাত সদস্যের উপ-কমিটি
সম্প্রচার কমিশন ও আইনের খসড়া প্রণয়নে সাত সদস্যের উপ-কমিটি গঠিত হয়েছে।
বুধবার সকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রচার কমিশনের কাঠামো, কার্যাবলী, আইন এবং সম্প্রচার আইনের খসড়া প্রণয়নের জন্য গঠিত ৩৮ সদস্যের কমিটি তাদের বৈঠকে এ উপ-কমিটি গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান এ বৈঠকে সভাপতিত্ব করেন। ব্যারিস্টার তানজিবুল হক সাত সদস্যের উপ-কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও তথ্য সচিব মরতুজা আহমদ এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কিছু সময়ের জন্য যোগ দেন। এ সময় মন্ত্রী বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম আইনদ্বারা পরিচালিত। আইন বা কমিশনের বিরোধিতা করা নৈরাজ্যকর প্রস্তাব। পৃথিবীর সবকিছু নিয়মতান্ত্রিকতায় পরিচালিত হলেই তা সকলের জন্য মঙ্গলকর।
সম্প্রচারের বিষয়াদি নিয়ে সরকার নয়, কমিশন কাজ করবে, বলেন তথ্যমন্ত্রী।
প্রেস রিলিজ-৩
তথ্যমন্ত্রীকে গণতান্ত্রিক কোরীয় প্রজাতন্ত্রের নববর্ষের শুভেচ্ছা
গণতান্ত্রিক কোরীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত রি সং হিওন (Ri Song Hyon) তার দেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার দুপুরে রাষ্ট্রদূত সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে একটি শুভেচ্ছা স্মারক হস্তান্তর করেন।
হাসানুল হক ইনু রাষ্ট্রদূত হিওনকে ধন্যবাদ জানিয়ে তার দেশ ও ওয়ার্কার্স পার্টির মঙ্গল কামনা করেন। হিওন এসময় দু’দেশের সম্পর্কে এগিয়ে নিতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং এবছরের ১০ অক্টোবর ওয়ার্কার্স পার্টির সত্তর বছর পূর্তি উৎসবে যোগদানের জন্য তথ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান।