কেনিয়া, দক্ষিণ সুদান ও ইথিওপিয়া যৌথভাবে একটি বিশাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই প্রকল্পের অধীনে এই তিনদেশের মধ্যে সংযোগ স্থাপন করে সমুদ্রবন্দর, তেল শোধনাগার এবং রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা হবে।
আফ্রিকার এই তিন প্রতিবেশী দেশের নেতারা কেনিয়ার লামু জেলায় একত্রিত হয়ে শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প বাস্তবায়িত হলে একে ঘিরে এই অঞ্চলে একটি উন্নয়ন করিডোর তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় ২ হাজার ৫শ’ কোটি ডলার ব্যয় হবে।
ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত কেনীয় শহর মোকোতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেনিয়ার প্রেসিডেন্ট মোয়াই কিবাকি, দক্ষিণ সুদানি নেতা সালভা কির ও ইথিওপিয়ান প্রধানমন্ত্রী মেলেস জেনায় উপস্থিত ছিলেন।
তিনটি দেশ যৌথভাবে এই প্রকল্পের খরচ যোগান দেবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সংবাদমাধ্যম ধারণা করছে মূলত চীন এ প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে।
প্রকল্পের অধীনে ৩২ বার্থ বিশিষ্ট বিশাল সমুদ্রবন্দরের সঙ্গে এ অঞ্চলের সংযোগের জন্য প্রায় হাজার কিলোমিটার নতুন রেলওয়ে রাস্তা তৈরি করা হবে। এর পাশাপাশি দক্ষিণ সুদানের তেল পরিবহন করে তেল শোধনাগার এবং বন্দর পর্যন্ত নিয়ে আসতে নতুন পাইপলাইনও তৈরি করা হবে।