২০ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।
বুধবার সকাল ১১ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পার্শ্ববর্তী বেলাইলে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা বগুড়া-নাটোর মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পার্শ্ববর্তী বেলাইলে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা মহাসড়কে বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময় পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
অবরোধকারীদের হটাতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে শিবির কর্মীরা ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে।
এভাবে প্রায় ১৫ মিনিট দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শিবির কর্মীরা সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।