সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ইসমাইলে হোসেনের (৬০) বাড়ি শাহজাদপুর উপজেলার জংগীদহ গ্রামে।
সিএনজি চালক শিপন আলী জানান, বুধবার দুপুরে সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্বর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে ইসমাইল শাহজাদপুর যাচ্ছিলেন। সিএনজিটি উল্লাপাড়া উপজেলার বাইপাস এলাকায় পৌঁছলে অবরোধকারীরা আকস্মিকভাবে ঢিল ছুড়তে থাকে। এ সময় ইসমাইল গুরুতর আহত হলে তাকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ইসমাইল হোসেন দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে অবরোধকারীদের হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, সিরাজগঞ্জের সলংগায় পিকেটিং কালে ছাত্রদল, জামায়াত এবং শিবিরের তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান (২৪), বাশুদেবপুর গ্রামের জামায়াত কর্মী নোমাজ আলী (৫৫), শিবির কর্মী আব্দুল্লাহ (২২)।
সলংগা থানার ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজের নিকট পিকেটিংকালে তাদের হাতে-নাতে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এ ছাড়া অবরোধ চলাকালে জেলার আর কোথাও কোনো পিকেটার দেখা যায়নি। সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি। জেলার অভ্যন্তরীণ সড়কে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোবাইকসহ হালকা যানবাহন চলাচল করেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কে কিছুসংখ্যক ট্রাক চলাচল করতে দেখা গেলেও কোনো বাস চলাচল করেনি। বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক।