এবছর ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। ফ্রেব্রুয়ারিতে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে সাকিব-মুশফিকরা।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী এপ্রিলেই পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে দুই টেস্ট তিন ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। এরপর জুনের প্রথম সপ্তাহে আসছে পাশবর্তী দেশ ভারত। তারা বাংলাদেশ সফরে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে।
এই দুই দেশের সিরিজ শেষ হবার পরেই জুনের শেষ দিকে অর্থাৎ ৩০ জুন দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ সফরে আসছে। এখানে তারা স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচী অনুযায়ী আগামী ৫ জুলাই মিরপুরে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টি দিয়েই সিরিজ শুরু হবে। এরপর ৭ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুলাই থেকে তিন ম্যাচের প্রথম ওয়ান ডে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচ যথাক্রমে ১২ ও ১৫ জুলাই। আগামী ২১ জুলাই প্রথম এবং ৩০ জুলাই দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। প্রথম দৃুটি ওয়ান ডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এবং তৃতীয় ওয়ান ডে ও প্রথম টেস্ট ম্যাচটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলে সফর শেষ করবে প্রোটিয়ারা।
মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস আরো জানান, আগামী বছর ভারত সফরে যাবে বাংলাদেশ। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।