সুপ্রিম কোর্টের ওয়েবে হ্যাকারদের ‘দেশরক্ষার ডাক’

সুপ্রিম কোর্টের ওয়েবে হ্যাকারদের ‘দেশরক্ষার ডাক’

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করে তাতে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে দেশপ্রেমী হবার আহবান ঝুলিয়ে দিয়েছে হ্যাকাররা। শুক্রবার বিকেলে ওয়েবসাইটটির (www.supremecourt.gov.bd) নিয়ন্ত্রণ নিয়ে নেয় ‘সাইবার আর্মি’ হিসেবে পরিচয় দেয়া একটি হ্যাকার গ্রুপ।

হ্যাকাররা জানিয়েছে তারা সাইটটির নিয়ন্ত্রণ নিয়ে কোনো ক্ষতি করেনি। সব তথ্য অক্ষত অবস্থায় রয়েছে, কিছুই মুছে ফেলা হয়নি। তারা স্রেফ দৃষ্টি আকর্ষণ করার জন্য সাইটটি হ্যাক করেছে।

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে হ্যাকাররা সাইটে ইংরেজিতে লিখেছে, ‘‘গণমাধ্যম ব্যক্তিত্ব হবার কারণে বাংলাদেশের প্রতি আপনার দায়িত্বশীলতা অন্য যে কারো চেয়ে বেশি। আপনি কলম ও ক্যামেরার শক্তিতে যা-ই লেখেন, যা-ই দেখান লোকেরা আপনার ওপর আস্থা রাখে, আপনাকে বিশ্বাস করে, আপনাকে অনুসরন করে। ফলে যে কোনো সাধারণ বাংলাদেশী যা করতে পারে আপনি তা করতে পারেন না।’’

হ্যাকাররা লিখেছে, ‘‘কাজেই আমরা আপনাকে অনুরোধ করছি, দুষ্ট শক্তিগুলো বাংলাদেশের নিয়ন্ত্রণ নেয়ার আগেই বাংলাদেশকে রক্ষা করুন। দয়া করে সৎ হোন জনগণকে ভুল পথে চালিত করবেন না।’’

একইসঙ্গে তারা বাংলাদেশের সব ওয়েবসাইট মালিকদের সতর্ক করে দিয়েছে যে, সবাই যেন নিজেদের ওয়েবসাইটের কারিগরী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

বাংলাদেশ শীর্ষ খবর