অবরোধ ও হরতালে সৃষ্ট সহিংসতায় উস্কানীদাতা হিসেবে সাবেক প্রধানন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মামলা ও গ্রেফতারের শিকার হতে পারেন বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনু এ কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করার জন্য এ সংবাদ সম্মেলন আহবান করেন তিনি।
মন্ত্রী বলেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলার সম্মুখীন হতে হবে। এমনকি এ জন্য তাকে গ্রেফতারও করা হতে পারে। সেজন্য খালেদা জিয়াকে প্রস্তুতি গ্রহনের পরামর্শ দেন তিনি।
ইনু বলেন, শাহজাহানপুরে পাইপের মধ্যে শিশু মৃত্যুর জন্য যদি ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়, তবে সিএনজিতে একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধ করার ঘটনায় উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হবেন। এ হত্যা মামলার জন্য খালেদা জিয়া প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, হতে পারেন। মামলা হলে গ্রেফতার হতে পারেন।
এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যে সমর্থন জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তথ্যমন্ত্রী যা বলেছেন জেনেশুনেই বলেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হত্যাকা-ের যিনি জড়িত থাকেন তার নামে মামলা হয়, যিনি হুকুম দেন তার নামেও মামলা হয়। তথ্যমন্ত্রী যা বলেছেন জেনেশুনেই বলেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব। নিশ্চয়ই তার কাছে এ তথ্য রয়েছে।