রাজশাহী মহানগরীতে পুলিশের রাইফেল কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে পিটিয়েছে শিশিরকর্মীরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
মহানগরীর শাহ মখদুম থানার আলিফ-লাম-মিম ভাটার মোড়ে সকাল ১০টায় পুলিশের ওপরে এ হামলার ঘটনা ঘটে।
আহত চার পুলিশ সদস্য হলেন শাহ মখদুম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গির (৩৫), কনস্টেবল জামাল (৩৪) কং নম্বর ১৫৮৯, কনস্টেবল শফিকুল ইসলাম (৩৬) কং নম্বর ১৪১৬ ও আমজাদ (৩২) কং নম্বর ১৫৬০। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা পুলিশের রাইফেল কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে পিটিয়ে পুলিশ সদস্যদের আহত করেছে। আহতদের মধ্যে আমজাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, সকাল ১০টায় পুলিশের একটি টহল পিকআপ শাহ মখদুম থানার আলিফ-লাম-মিম ভাটার মোড়ে পৌঁছালে কয়েকজন পিকেটার পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে পড়লে হামলাকারীরা পুলিশের রাইফেল কেড়ে নিয়ে সেই রাইফেল দিয়েই তাদের পিটিয়ে আহত করে।
মারপিট করার পরে পিকেটাররা পুলিশের কাছ থেকে কেড়ে নেয়া দুইটি রাইফেল ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানিয়েছেন সহকারি পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।