অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিয়েছে পাঁচই জানুয়ারির নির্বাচন –তথ্যমন্ত্রী

অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিয়েছে পাঁচই জানুয়ারির নির্বাচন –তথ্যমন্ত্রী

ঢাকা: সোমবার, ০৫ জানুয়ারি, ২০১৫

57486_ebuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সশস্ত্র জঙ্গি-তান্ডব ও নাশকতা-অন্তর্ঘাতের মাধ্যমে সাংবিধানিক-গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দিয়েছে পাঁচই জানুয়ারির নির্বাচন। সোমবার মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

পাঁচই জানুয়ারির নির্বাচনকে ‘কলঙ্ক’ বলার চেষ্টা সম্পর্কে জানতে চাইলে, মন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘যারা সে চেষ্টা করছেন, তারা কি দেখতে পারছেন না, খালেদা জিয়া ভুল স্বীকার বা জনগণের কাছে মাফ না চেয়ে, জঙ্গিদের সাথে দোাস্তি না ছেড়ে, জঙ্গি তান্ডবের মাধ্যমে গণতন্ত্রের গায়ে ক্রমাগত কলঙ্ক লেপন করেই চলেছেন?’

গণতন্ত্র নিরাপদ করতে  সবার আগে জঙ্গি বর্জনে সিদ্ধান্ত প্রয়োজন উল্ল্লে­খ করে ইনু বলেন, খালেদা জিয়ার আলোচনার নামে গণতন্ত্রে নাজায়েজ ও হারাম ‘জঙ্গি’ হালাল করা অপচেষ্টা আসলে গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ দমন ও ধ্বংস করার যে সংগ্রাম চলছে তা এগিয়ে নিতে দেশবাসী সরকারের সাথে থাকবে।

আলোচনা-সংলাপ বিষয়ে হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের আলোচনা হয় গণতান্ত্রিক শক্তির সঙ্গে, অগণতান্ত্রিক-জঙ্গিবাদী অপশক্তির সঙ্গে নয়। এ মুহুর্তে খালেদা জিয়া জঙ্গিবাদী-যুদ্ধাপরাধী-রাজাকারদের প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছেন। যতক্ষণ এদের বর্জন না করছেন, ততক্ষণ তিনি গণতন্ত্রের জন্য অনুপযুক্ত।

-মীর আকরাম উদ্দীন আহম্মদ/ সিনিয়র তথ্য অফিসার/০১৭৬৩-৭৭০২০৭ (মোবাইল)

প্রেস রিলিজ

অন্যান্য বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর