প্রথম আলো সম্পাদক ও যুগ্ম-সম্পাদককে অব্যাহতি

প্রথম আলো সম্পাদক ও যুগ্ম-সম্পাদককে অব্যাহতি

high courtআদালত অবমাননার অভিযোগ থেকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে অব্যাহতি দিয়েছেন  আদালত।

আজ সোমবার  প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম আলোর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।
ব্যারিস্টার আমির-উল ইসলাম সাংবাদিকদের জানান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম- সম্পাদক মিজানুর রহমান খান  প্রধান বিচারপতির কাছে আদালত অবমাননা অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে যে আবেদন করেন তা গ্রহণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন ।
এর আগে আদালত অবমাননার অভিযোগে প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাদেরকে ৫ জানুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগে হাজির হয়ে প্রথম আলোতে প্রকাশিত ‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’ শীর্ষক নিবন্ধের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
২০১৪ সালের ১৫ ডিসেম্বর প্রথম আলোর মতামত বিভাগে ‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’শিরোনামে প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি ১৬ জানুয়ারি ২০১৫ অবসরে যাওয়ার কারণে আরেকজন নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সামনে এসেছে। এই পদে নিয়োগে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে তেমন আলোচনা কখনও হয়নি। দ্বাদশ সংশোধনী প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ রদ করেছিল। কিন্তু বাস্তবে তা ঘটছে। বর্তমান প্রধান বিচারপতির টানা তিন বছর এই পদে থাকা বিরল ঘটনা।’

 

অন্যান্য