গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবি পরিষদের সমাবেশ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ- উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আব্দুল হাই শিকদার, ছড়াকার আবু সালেহ, জাস্টনিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, আব্দুস শহিদ, কাদের গণি চৌধুরী, ডা.এ জেড এম জাহিদ হোসেন, ইজ্ঞিনিয়ার হারুনুর রশিদ, ডা. এম এ আজিজ, সাবেক সচিব আব্দুল হালিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার তীব্র নিন্দা জানিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকদের দু’পক্ষের পাল্টা-পাল্টি সমাবেশের কারনে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অনাকাংখিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।