‘যতোদিন প্রয়োজন খালেদা জিয়ার নিরাপত্তা বহাল থাকবে’

‘যতোদিন প্রয়োজন খালেদা জিয়ার নিরাপত্তা বহাল থাকবে’

assadujzamসরকার যতোদিন প্রয়োজন মনে করবে ততোদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘নিরাপত্তা’ বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
খালেদা জিয়া ‘আটক’ নন- একথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদ জিয়ার নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে সরকার যতোদিন তার নিরাপত্তা বহাল রাখা প্রয়োজন বলে মনে করবে ততোদিন তার নিরাপত্তা বহাল থাকবে।’
নিরাপত্তা চেয়ে এর আগে খালেদা জিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন- একথা উল্লেখ করে তিনি জানান, এ কারণেই তাকে সরকারের পক্ষ থেকে ‘নিরাপত্তা’ দেওয়া হচ্ছে।
রোববার বিকেলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেন, শনিবার রাত থেকে পুলিশ তাকে তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।
যদিও রোববারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখার দাবি অস্বীকার করে জানায়, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সোমবার ব্রিফিংয়ে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আগে থেকেই ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালনের ঘোষণা দিয়েছিল। কিন্তু একইদিন দিন বিএনপি নেত্রী সভা-সমাবেশ করার ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
তবে সোমবার ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকায় তারা হয়তো কোথাও কোথাও মিছিল করার চেষ্টা করছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে। তারা এসব বন্ধ করে দেবে।’

 

রাজনীতি