যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের জনসভা

যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের জনসভা

যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে জনসভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী।

জনসভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মুকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (বীরপ্রতীক), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

জনসভায় বক্তারা বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি অপতৎপরতায় লিপ্ত। তার অংশ হিসেবেই বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারকে অস্থিতিশিল করার চেষ্টা করছে তারা। তবে যেকোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে তাদের অপতৎপরতার জবাব দেওয়া হবে।’

এর আগে বিকেল থেকেই পৌর শহরসহ বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

রাত পৌনে ৮টায় জনসভা শেষ হয়।

রাজনীতি