সিঙ্গাপুর এ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। এ উপলক্ষে সেদেশে এ বছর যত শিশু জন্ম নেবে, তাদের প্রত্যেককেই সরকারের পক্ষ থেকে উপহারের বাক্স পাঠানো হবে।
সিঙ্গাপুরের যে সব নাগরিক প্রবাসে থাকেন, তাদের ঘরে ২০১৫ সালে শিশু জন্ম নিলে, তারাও উপহার পাবে।
উপহারের বাক্সে শিশুকে কোলে ঝুলিয়ে রাখার জন্য একটি জিনিস থাকবে, ইংরিজিতে যাকে বলা হয় বেবি স্লিং।
সেই সাথে থাকবে, শিশুর পোশাক এবং ন্যাপি বহন করার জন্য ব্যাগ। এসব কাপড় এবং ব্যাগে লেখা থাকবে – আই অ্যাম গোল্ডেন জুবিলি বেবি।
শিশুর বড় হওয়ার স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখার জন্য বাবা-মাকে একটি স্ক্র্যাপবুকও দেওয়া হবে।
সিঙ্গাপুরের সাধারণ নাগরিকদের কাছ থেকে আসা পরামর্শের ভিত্তিতে কর্তৃপক্ষ উপহার বাক্সের ভেতরের উপকরণ নির্বাচন করেছেন।
সরকার ছাড়াও সিঙ্গাপুরের শীর্ষ একটি ব্যাংকের পক্ষ থেকেও ২০১৫ সালের নবজাতকদের উপহার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ব্যাংকের উপহারের বাক্সে থাকবে হাত ও পায়ের মোজা, একটি সেলফি স্টিক এবং পয়সা জমানোর বাক্স।
সিঙ্গাপুরের জন্য নবজাতকদের জন্য এ ধরনের উপহার নতুন ঘটনা হলেও, পৃথিবীর অনেক দেশেই এটি প্রচলিত একটি ব্যবস্থা।
ফিনল্যান্ডে ১৯৩০ সাল থেকেই প্রতিটি নবজাতককে কাপড়-চোপড়, ন্যাপি, এমনকি ছোট একটি তোষকও উপহার দেওয়া হয়।- বিবিসি