সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বর্তমান সরকার কাঠের পুতুল নয়, যে ধাক্কা দিলেই পড়ে যাবে’।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের শহররক্ষা হার্ড পয়েন্টে ক্যাপিটাল ড্রেজিং পরিদর্শনে এসে সেখানে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন- ‘সংসদে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। তাই ইস্যুবিহীন আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে ব্যাহত করার নীল নকশা করা হচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে’।
বিরোধী দলকে উদ্যেশ্য করে তিনি বলেন, ‘যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে ভালোবাসেন, তাহলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ আর অবাধ নির্বাচনে অংশ নিন। জনগণ চাইলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না’।
তিনি বিরোধী দলকে সংসদে এসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এর আগের জোট সরকার শহর রক্ষার জন্য কোনো উদ্যেগ নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নদী তীর রক্ষণ বাঁধ প্রকল্প হাতে নেয়। যা এখন শেষের দিকে।
এসময় শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, আইন বিষয়ক সম্পাদক কায়সার আহমদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি, যুবলীগের অ্যাডভোকেট আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।