টেনিস কোর্টে ঘাম না ঝড়িয়েই মৌসুমের প্রথম শিরোপা জিতলেন স্কটল্যান্ডের এন্ডি মারে। মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। কিন্তু জ্বরের কারণে জকোভিচ ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে শিরোপা জিতেন মারে।
সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন জকোভিচ। অন্যদিকে স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ হন মারে। তাই ফাইনালের লাইন-আপ দেখে আগেভাগেই আভাস পাওয়া গিয়েছিলো জম্পেশ ম্যাচের। কিন্তু জকোভিচের অসুস্থতায় উত্তেজনাকর এক ফাইনাল দেখা থেকে বঞ্চিত হল ভক্তরা।
শিরোপা জিতলেও ম্যাচ শেষে ভারাক্রান্ত মন ছিলো মারের। কারণ ফাইনালটি খেলার খুব ইচ্ছা ছিল তার। তিনি বলেন, ‘এই ম্যাচটি খেলতে পারলে দারুণ হতো। জকোভিচ পুরোপুরি সুস্থ নয়। আশা করছি শিগগিরিই সুস্থ হয়ে উঠবে সে।’ সূত্র: ওয়েবসাইট