পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীতের তীব্রতা

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীতের তীব্রতা

panchagarhপঞ্চগড়ে ভোর  থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বইছে হিমেল বাতাস। বৃষ্টি ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। শীতের এই দিনে বৃষ্টিপাতে মানব জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় জেলার অসহায় গরিব এবং ছিন্নমূল মানুষজন অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাড় কাঁপানো শীতের দাপটে সব মানুষ ঘরে আশ্রয় নিয়েছে। পথে ঘাটে চলাচলকারী মানুষ আর যান বাহনের সংখ্যা কমছে। বস্তি এলাকা, গ্রামাঞ্চল ও করতোয়া নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষেরর মাঝের শীতবস্ত্রের চরম অভাব দেখা দিয়েছে।

অনেক অভাবী মানুষ খড় ও গাছের পাতা জ্বালিয়ে, কেউ কেউ চট গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

শীতের এই দিনে বৃষ্টিপাতে মানব জীবন অতিষ্ট হয়ে উঠেছে। শীতের তীব্রতায় জেলার অসহায় গরিব এবং ছিন্ন মূল গরিব পরিবার অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছে।
পঞ্চগড় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার পরিমাণ জানাযায়নি। তীব্র শীতের কারণে জ্বর মাথা ব্যথা, সর্দি, কাঁশিসহ শীতজনিত রোগের বিস্তার ঘটেছে।

শীতার্ত মানুষ শীত থেকে রক্ষার জন্য ছুটেছে পুরাতন কাপড়ের দোকানে। দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল আকাশ। শীত জনিত রোগে পঞ্চগড় আধুনিক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের শিশু, বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বাংলাদেশ