স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ জনসাধারণের ক্ষতির চেষ্টা করলে প্রশাসনের কিছু করার রয়েছে। তবে ৫ জানুয়ারিতে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়টি পুলিশের ওপর নির্ভর করছে।
শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল চত্বরে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন
প্রস্তুতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। মুসল্লিদের সুবিধার্থে ৯ থেকে ১১ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারি দুই পর্বে এবারও ইজতেমা অনুষ্ঠিত হবে।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম গণজমায়েত সফলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ইজতেমা সফল করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগ তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি গতবারের মতো এবারো সফলভাবে ইজেতমা সম্পন্ন হবে।
ইজতেমায় সার্বিক প্রস্তুতি ও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ইজতেমার মুরুব্বি বদিউর রহমান বলেন, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া ও মানুষকে আল্লাহর দিকে ডাকা বিশ্ব ইজতেমা আয়োজনের মূল লক্ষ্যে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সিনিয়র স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান।
এসময় জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদসহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।