বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, রাজনৈতিক সমাবেশ করার অধিকার সবারই আছে। রাজপথে কেউ যদি আইন নিজের হাতে তুলে না নেয়। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, সমাবেশের নামে যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করে। তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বর্তমানে নির্বাচন নিয়ে সংলাপের কোনো সম্ভাবনা দেখি না। সংলাপ হবে নির্বাচনের আগে। ২০১৯ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে তার ৯০ দিন আগে সংলাপ নিয়ে ভাবা যেতে পারে।
বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সম্ভাবনা দেখি না। এমন কোনো কারণ ঘটেনি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।