‘সরকার কখনো বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেয়নি, দেবেও না’

‘সরকার কখনো বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেয়নি, দেবেও না’

সরকার বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিতে চায় না। তবে জনগণের নিরাপত্তাহানির কারণ ঘটলে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙালি সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত চলচ্চিত্রকার আলমগীর কুমকুম স্মরণে নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের বিগত দিনের কোনো কর্মসূচিতেই সরকার বাধা দেয়নি। কিন্তু তারা সব সময়ই বলে আসছে, বাধা দিলে লাগবে লড়াই। এতে মনে হয়, তারা নিজেরাই সহিংস পরিস্থিতির সৃষ্টি করতে চায়। আর এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে বিরোধী দলকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।
তিনি আরো বলেন, বিরোধী দলের কারণেই এ দেশের আকাশের ঈশাণ কোণে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বিরোধী দল ভয়ভীতি ছড়াচ্ছে। তিনি বলেন, সরকার বিরোধী দলের কর্মসচিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতেই মানববন্ধন আর জনসভার মতো নিরীহ কর্মসূচি পালন করছে।

বাঙালি সাংস্কৃতিক মঞ্চের সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি চিত্রনায়ক ফারুক, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি সালাহউদ্দিন বাদল, আলমগীর কুমকুমের ছোট ভাই মজিদ মহসীন পিয়াস প্রমুখ।

বাংলাদেশ রাজনীতি