৫ জানুয়ারি রাজধানীর ১৬ স্পটে আওয়ামী লীগের সমাবেশ

৫ জানুয়ারি রাজধানীর ১৬ স্পটে আওয়ামী লীগের সমাবেশ

alig logoগণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আগামী ৫ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৬ স্পটে একযোগে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দলের এক যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা ১৬ টি টিমে ভাগ হয়ে ওই সমাবেশগুলোতে বক্তব্য দেবেন।

 

৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস সফল করার লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের সব মহানগর, জেলা ও উপজেলা শাখায় বেলা আড়াইটায় একযোগে এই কর্মসূচি পালিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ জানুয়ারি বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।

মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।

শ্যামপুর-জুরাইন রেলগেটের সমাবেশে থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ উদ্দিন মেহেদী ও এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।

ডেমরা-যাত্রাবাড়ী মাঠের সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতিণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী ও দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা।

বাড্ডা-রামপুরা পেট্রোল পাম্পের সামনের সমাবেশে থাকবেন দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও এ কে এম রহমত উল্লাহ।

ধানমন্ডি-৩২ নং রোডের সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মিরপুর-১ গোলচত্বরের সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান ও সংসদ সদস্য আসলামুল হক বক্তব্য দেবেন।

পুরান ঢাকার লালবাগের সমাবেশে বক্তব্য দেবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি।

গুলশানের সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন।

সূত্রাপুরের সমাবেশে বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী।

তেজগাঁওয়ের সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বক্তব্য রাখবেন।

সবুজবাগের সমাবেশে বক্তব্য রাখবেন সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সংসদ সদস্য আব্দুর রহমান ও দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

উত্তরার সমাবেশে বক্তব্য দেবেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান।

কামরাঙ্গীরচরের সমাবেশে বক্তব্য রাখবেন সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মোহাম্মদপুরের সমাবেশে বক্তব্য দেবেন উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

কাফরুলের সমাবেশে বক্তব্য দেবেন যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। -বাসস

রাজনীতি শীর্ষ খবর